ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

জামায়াতের প্রচার সম্পাদককে আটকের অভিযোগ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
জামায়াতের প্রচার সম্পাদককে আটকের অভিযোগ  মতিউর রহমান

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে আটকের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

তিনি জানান, বুধবার বেলা ১১টার দিকে উত্তরাস্থ ১৪ নং সেক্টর ১৮ নং সড়কের বাসা থেকে তাকে আটক করেছে পুলিশ।

এর আগে গতকাল রাত ১১টা থেকেই বাসা ঘিরে রাখে পুলিশ।  

তিনি বলেন, আকন্দ সাহেব শারীরিকভাবে খুবই অসুস্থ। তার ওপেনহার্ট সার্জারি করা হয়েছে। ২৪ অক্টোবর রাত পর্যন্ত ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল এম আর আই করেছেন। আজ হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।  

বুধবার সকালে একটি অ্যাম্বুলেন্সে করে পুলিশের সদস্যরা মতিউর রহমানকে নিয়ে গেছেন বলেও জানান আতাউর রহমান।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
টিএ/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ