ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ, জরুরি সভা ডেকেছে ছাত্রলীগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৪, অক্টোবর ২৫, ২০২৩
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ, জরুরি সভা ডেকেছে ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়: আগামী ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল সমাবেশ ডেকেছে। সমাবেশকে সামনে রেখে ২৭ অক্টোবর (শুক্রবার) জরুরি সভা ডেকেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বুধবার (২৫ অক্টোবর) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সভা ডাকা হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সব সদস্যকে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হলো।

সভাটি ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।