ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

‘নিক্সন চৌধুরীকে আবার ভোট দিলে আপনাদের চিবিয়ে খাবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
‘নিক্সন চৌধুরীকে আবার ভোট দিলে আপনাদের চিবিয়ে খাবে’

ফরিদপুর: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন, নিক্সন চৌধুরী নিজেকে সিংহ মনে করে, আবারো যদি আপনারা তাকে ভোট দেন, তাহলে এবার আপনাদের চিবিয়ে খাবে। যারা বড় বড় কথা বলে উন্নয়ন উন্নয়ন করেন, উন্নয়ন বলতে কী বোঝায়? কতজন মানুষকে সরকারি চাকরি দিছেন সে।

বুধবার (২৫ অক্টোবর) সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মঞ্জুখানের বাড়িতে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।  

কাজী জাফর উল্লাহ বলেন, আরে নিক্সন সাহেব, আপনি তো ক্লাস নাইন পর্যন্ত পড়েছেন। আপনার কাছে তো এগুলো উন্নয়ন নয়। আপনি বালু কেটে বাড়ি বানিয়েছেন, বালু কেটে হাজার হাজার বিঘা জমির মালিক হয়েছেন বলে শুনেছি। এগুলো কোনো উন্নয়ন নয়। এগুলো আপনার ব্যক্তিগত উন্নয়ন, এ উন্নয়ন জনগণের কোনো উপকারে আসবে না। গরিব মানুষের কয়টা ছেলেকে সরকারি চাকরি দিয়েছেন, সে তালিকা থাকলে দেন।

নিজের কোন চাওয়া পাওয়া নেই মন্তব্য করে কাজী জাফর উল্লাহ বলেন, আমি নির্বাচিত হলে বাবার রেখে যাওয়া শত শত কোটি টাকা দিয়ে পদ্মা সেতুর এপাড়ে ভাঙ্গায় একটি হাসপাতাল করে দেবো। পাশাপাশি প্রতিটি পরিবারে যেসব শিক্ষিত ছেলে আছেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো।

সভায় মানিকদহ ইউপি আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল মাতুব্বর, মহিলা আওয়ামী লীগ কর্মী ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফের সহধর্মিণী রেহানা পারভীন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।