ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘যুবলীগকর্মীদের শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
‘যুবলীগকর্মীদের শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে’

চট্টগ্রাম: যুবলীগের সব নেতাকর্মীকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি কমিউনিটি সেন্টারে মিরসরাই উপজেলা যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে আসা উপলক্ষে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

আগামী শনিবার (২৮ অক্টোবর) কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসবেন।

কায়কোবাদ বলেন, যুবলীগের সব নেতাকর্মীকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে। তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থীদের নৌকায় ভোট দিয়ে তাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

মিরসরাই উপজেলা যুবলীগের সংগঠক ইফতেখার আহমেদ রুশোর সভাপতিত্বে ও আছিফুর রহমান শাহিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- হাসান রেজা মাহমুদ রুমি, জামশেদ আলম, হাসান হাবিব রনি, শাখাওয়াত হোসেন শাকিল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।