নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির চার নেতাকে পল্টন থেকে আটকের অভিযোগ করেছে জেলা বিএনপি।
শুক্রবার (২৭ অক্টোবর) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এ অভিযোগ করেছেন।
আটকরা হলেন- ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল হোসেন রতন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মাহমুদ সুমন ও কাশিপুর ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মুন্সী।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, পল্টন থেকে তাদের আটক করা হয়েছে। শুধুমাত্র সমাবেশে আসাই তাদের অপরাধ, তাদের নামে কোনো মামলা নেই।
বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এমআরপি/আরবি