ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কয়েকশ ডেগে মোরগ-পোলাও রেঁধে কর্মীদের নিয়ে শান্তি সমাবেশে জাহাঙ্গীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
কয়েকশ ডেগে মোরগ-পোলাও রেঁধে কর্মীদের নিয়ে শান্তি সমাবেশে জাহাঙ্গীর

গাজীপুর: গাজীপুর থেকে শতশত নেতা-কর্মী নিয়ে ঢাকায় শান্তি সমাবেশে পথে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীদের দুপুরের জন্য রান্না করা খাবার সঙ্গে নিয়ে যান তিনি।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকায় আওয়ামীলীগের শান্তি সমাবেশে যোগ দিতে তিনি গাজীপুর থেকে নেতাকর্মী নিয়ে রওনা দিয়েছেন। এর আগে ছয়দানা এলাকায় তার নিজ বাসায় ওইসব নেতাকর্মীদের দুপুরের খাবারের জন্য কয়েকশ পাতিলে মোরগ পোলাও রান্না করা হয়। পরে ওই সব খাবারসহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম কোন মন্তব্য করেননি। তিনি বলেন মোবাইল ফোনে এসব বিষয়ে কথা বলতে চাই না।

এর আগে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ঢাকায় শান্তি সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা সকালে তার বাড়ির প্রাঙ্গনে জড়ো হয়।

বাংলাদেশ সময়: ১১৩৩, ২৮ অক্টোবর, ২০২৩।
আরএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।