ঢাকা: পুলিশ অনুমতি না দিলেও রাজধানীর মতিঝিল এলাকার আরামবাগে সমাবেশের প্রস্তুতি শুরু করেছে জামায়াত। এজন্য মতিঝিলের পেট্রোল পাম্পের পাশের ব্যারিকেড ভেঙে আরামবাগের সমাবেশস্থলে ঢুকেছেন দলটির হাজার হাজার নেতা-কর্মী৷
শনিবার (২৮ অক্টোবর) দুপুরে মতিঝিলের ফুটবল ফেডারেশন গলি হয়ে দলে দলে সমাবেশস্থলে যোগ দেন তারা৷
অনুমতি না মেলায় সকাল থেকেই তারা মতিঝিলের বিভিন্ন গলিতে অবস্থান নেন৷ পরে হঠাৎ করেই ফুটবল ফেডারেশনের গলি হয়ে সোনালী ব্যাংকের টয়েনবি সার্কুলার রোড শাখা মুখের ব্যারিকেড ভেঙে ‘নারায়ে তাকবির’ স্লোগানে আরামবাগের সমাবেশস্থলে প্রবেশ করেন তারা৷
সরকারের পতনসহ বিভিন্ন দাবিতে শনিবার মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ডেকেছিল জামায়াত।
এ নিয়ে সকালে উত্তেজনা ছড়ালেও তেমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শেষ পর্যন্ত অনুমতি মেলায় জামায়াত-শিবিরের কর্মীরা আরামবাগেই সমাবেশের সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এমকে/এইচএ/