ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা | ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আওয়ামী লীগের শান্তি ও উন্নয়নের সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ শুরু হয়।

আওয়ামী লীগের নেতাকর্মী সমাবেশস্থলে সমবেত হয়েছেন। নেতাকর্মীদের ঢল এখনো অব্যাহত আছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বড় বড় মিছিল নিয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা এসে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমবেত হচ্ছেন। দলের কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে মঞ্চে অবস্থান নিয়েছেন।

সমাবেশকে কেন্দ্র করে গুলিস্তান, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, জিরো পয়েন্ট, সচিবালয়, পুরানা পল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও অনেকে বাঁশের লাঠি হাতে নিয়ে সমাবেশে এসেছেন।

সমাবেশে প্রধান অতিথি সিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

অন্যদিকে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলনরত বিএনপি একই দিনে রাজধানীর নয়পল্টনে মহাসমাবেশ করছে। বিএনপি তাদের দাবি মেনে নিতে বাধ্য করতে রাজধানীতে বিশৃঙ্খলা ও ধ্বাংসাত্মক কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নিয়েছে বলে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা আশঙ্কা করছেন।

তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। এরই অংশ হিসেবে রাজধানী বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগও সমাবেশ করছে। বড় ধরনের জনসমাগম ঘটানোর ঘোষণা দিয়েছে দলটি।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।