ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পল্টনে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
পল্টনে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

ঢাকা: রাজধানীর কাকরাইল এলাকায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের পর এবার পল্টনে আওয়ামী লীগের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে একদফা সংঘর্ষ হেয়েছে।

ঘটনাস্থল থেকে বাংলানিউজের প্রতিবেদকরা এ তথ্য জানান। তারা বলেন, সংঘর্ষের পর ঘটনাস্থলে থেকে সরে গিয়ে পুলিশ পুরানা পল্টন মোড়ে অবস্থান নিয়েছে। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি, বাঁশ, স্ট্যাম্পসহ নানা দেশিয় অস্ত্র নিয়ে পল্টন-কাকরাইল এলাকার দিকে এগিয়ে আসছে।

কাকরাইলে পুলিশবক্স ভাঙচুরের খবর পাওয়া গেছে। জানা গেছে, নয়াপল্টনে সমাবেশ স্থলেও সংঘর্ষ হয়েছে। বিজয়নগরে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে সময় টেলিভিশনের গাড়ি। সংবাদ সংগ্রহের সময় আহত হয়েছে ইত্তেফাক ও কালবেলা পত্রিকার সাংবাদিক।

সরকার পতনের অঙ্গীকার দিয়ে রাজধানীর নয়া পল্টনে মহাসমাবেশ করছে বিএনপি। আওয়ামী লীগও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
জিসিজি/এইচএমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।