ঢাকা: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় গভীর দুঃখ ও সহমর্মিতা প্রকাশ করেছে বিএনপি।
শনিবার (২৮ অক্টোবর) রাতে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে আহত সাংবাদিকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আহুত শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী হামলা করে। কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং গুলিবর্ষণে অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে বহু সংবাদকর্মীকে আহত করা হয়েছে। এ ঘটনায় বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং থেকে গভীর দুঃখ ও সহমর্মিতা প্রকাশ করছি। এহেন ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদও জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
ইএসএস/এমজেএফ