ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে ছাত্রদলের মিছিলে পুলিশের ধাওয়া, সড়কে অগ্নিসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
নারায়ণগঞ্জে ছাত্রদলের মিছিলে পুলিশের ধাওয়া, সড়কে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় হরতাল সমর্থলে মিছিল বের করেছেন মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন তারা।

 

রোববার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে শহরের মিশনপাড়া এলাকায় মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাইদ ইসতিয়াকের নেতৃত্বে এ মিছিল বের হয়।

এদিকে মিছিলের খবর পেয়ে পুলিশ ধাওয়া দিলে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদে ইট-পাটকেল ছুড়ে ও সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেন। এ সময় ছাত্রদলের সম্পাদক রাইদ গুলিবিদ্ধ হন।

মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান বলেন, আমাদের সাধারণ সম্পাদক রাইদ ইসতিয়াকের নেতৃত্বে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ধাওয়া দিয়েছে ও গুলি করেছে। রাইদ গুলিবিদ্ধ হয়েছেন।  

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, সড়কে নাশকতার চেষ্টা করার সময় ছাত্রদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে গেলে তারা পুলিশের ওপর হামলা করে। এ সময় পুলিশ বল প্রয়োগ করে তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কাউকে আটক করা হয়নি।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।