ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে যুবলীগের হরতালবিরোধী মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
নারায়ণগঞ্জে যুবলীগের হরতালবিরোধী মিছিল

নারায়ণগঞ্জ: জেলার বন্দরে হরতালবিরোধী মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা।

রোববার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা যুবলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে ২২ নম্বর ওয়ার্ডের খানবাড়ি মোড় থেকে এ মিছিল করে নেতাকর্মীরা।

মিছিলটি খানবাড়ি থেকে শুরু হয়ে বন্দর বাজার, বন্দর পুলিশ ফাঁড়ি, আমিন বাজার এলাকা হয়ে বন্দর ঘাটে এসে শেষ হয়।  

খান মাসুদ বলেন, আমাদের মিছিল হরতাল ও নাশকতা রোধে। শুধু মিছিল নয় বন্দরের নিরাপত্তায় আমাদের নেতাকর্মীরা দিনব্যাপী অবস্থান নিয়ে সক্রিয় থাকবে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।