ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

২৮ অক্টোবরের ঘটনা কূটনীতিকদের জানিয়েছে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
২৮ অক্টোবরের ঘটনা কূটনীতিকদের জানিয়েছে বিএনপি

ঢাকা: বিএনপির ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলার বিষয়ে বিদেশি কূটনীতিকদের জানিয়েছে বিএনপি। সেখানে শান্তিপূর্ণ মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় সরকার ও পুলিশকে দায়ী করে ঢাকাস্থ বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে দলটি।

সোমবার (৩০ অক্টোবর) দূতাবাসগুলোতে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিএনপির এক সূত্র।

সূত্রটি জানায়, কীভাবে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা করেছে তার প্রমাণাদিসহ দূতাবাসগুলোতে পাঠানো হয়েছে। কোন পরিপ্রেক্ষিতে বিএনপিকে কঠোর কর্মসূচিতে যেতে হয়েছে তাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

কূটনীতিকদের জানিয়েছে দেওয়া চিঠিতে বিএনপি আরও বলেছে, তাদের মহাসমাবেশে পুলিশের মদদে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়েছে। এ ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে। শীর্ষ নেতাদের বাসায় বাসায় গ্রেপ্তার অভিযান চালাচ্ছে পুলিশ। সারাদেশেও দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের একইভাবে গ্রেপ্তার করা হয়েছে।  

চিঠিটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে পাঠানো হয়েছে বলেও জানায় সূত্রটি।

বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।