ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ভাঙচুর, ২ পিকআপ ভ্যানে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫০, অক্টোবর ৩১, ২০২৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ভাঙচুর, ২ পিকআপ ভ্যানে আগুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরের দেওয়ানবাগ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ভাঙচুর ও দুটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে বন্দর স্টিল সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ একদল যুবক এসে মহাসড়কে চলাচলরত যানবাহনে ইটপাটকেল ছুড়ে ও ভাঙচুর শুরু করে। এ সময় দুটি পিকআপ ভ্যানে তারা আগুন দেয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর জানান, আমার এলাকায় কোনো যানবাহনে অগ্নিসংযোগ ঘটেনি। শুধুমাত্র একটি পিকাপ ভ্যানে কয়েকজন ঢিল ছুড়ার চেষ্টা করেছে।

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানান, বিএনপির কেউ আগুন দেয়নি বা ভাঙচুর করেনি। এটি আওয়ামী লীগের কাজ। তারা এ ঘটনা ঘটিয়ে মামলা দায়ের করবে বিএনপির নেতা-কর্মীদের নামে।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।