ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফেনীতে বিক্ষোভ মিছিল-ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
ফেনীতে বিক্ষোভ মিছিল-ককটেল বিস্ফোরণ

ফেনী: সরকারের পদত্যাগের দাবিতে ফেনীতে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর ডাকা ৭২ ঘণ্টার অবরোধ চলছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে শহরের বড় বাজারে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।

 

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আনোয়ার পাটোয়ারীর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে কিছুদূর যাওযার পরই আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে নেতাকর্মীরা বড় বাজারে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছেন অবরোধকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট ও মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ বিএনপি কার্যালয় সংলগ্ন ইসলামপুর রোডে এসে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা ব্যবসায়ীদের তাড়াতাড়ি দোকান বন্ধ করতে বলে চলে যায়।

একইসময় শহরের ইসলামপুর রোড ও তাকিয়া রোডে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। সকাল সাড়ে ৭টার দিকে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর কাউকে দেখতে পায়নি। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

সকাল থেকেই ফেনীতে অনেকটা ঢিলেঢালাভাবে চলছে এ অবরোধ। জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক। মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন চলাচল তেমনটা চোখে না পড়লেও মালবাহী পরিবহন চলতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।