ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনীতে পিকেটিংয়ের সময় শিবির নেতাকে ধরে পুলিশে দিলেন ইউপি চেয়ারম্যান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
ফেনীতে পিকেটিংয়ের সময় শিবির নেতাকে ধরে পুলিশে দিলেন ইউপি চেয়ারম্যান 

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে পিকেটিং করার সময় শিবির নেতাকে ধরে পুলিশে দিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।  

মঙ্গলবার (৩১ অক্টোবর) মঙ্গলবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে ফতেহপুর ফ্লাইওভার এলাকায় দুটি মোটরসাইকেল করে ছয় জন লোক মহাসড়কের ফতেহপুর এলাকায় নেমে গাড়ির টায়ারে আগুন দেওয়ার চেষ্টা করছিলো। এসময় স্থানীয়রা খবর পেয়ে তাদের ধাওয়া করে। পরে একজনকে আটক করে তারা।  

আটককৃত শিবির নেতা মোহাম্মদ শরিফুল ইসলাম ফেনী শহর শিবিরের সেক্রেটারি। সে পরশুরামের মির্জানগর ইউনিয়নের শালধর এলাকার মন্টু মিয়ার ছেলে। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে।  

প্রত্যক্ষদর্শী শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাদারণ সম্পাদক মো: এনাম জানান তারা ওই পথ দিয়ে যাচ্ছিলেন। এ সময় হাতে নাতে নাশকতা কারীদের আটক করেন তারা।
 
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানে আলম ও সদস্য ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তারা জানান, আইন হাতে তুলে না নিয়ে অপরাধীকে তারা আইনের হাতে হস্তান্তর করেন।  

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম চৌধুরী ফতেহপুরে একজন আটকের তথ্য নিশ্চিত করেন।  

জেলা শিবির সূত্র নিশ্চিত করেছে আটককৃত ব্যক্তি সংগঠনের ফেনী পৌর কমিটির সেক্রেটারি।  


বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ৩১,২০২৩
এসএইচডি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।