ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আড়াইহাজারে অবরোধ পালন, আজাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
আড়াইহাজারে অবরোধ পালন, আজাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে টানা দ্বিতীয় দিনের অবরোধে আড়াইহাজারের বান্টি বাজার এলাকায় মহাসড়কে মিছিল ও ভাঙচুর করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (০১ নভেম্বর) উপজেলার বান্টিবাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে এ মিছিল হয়।

আজাদ জানান, টানা অবরোধের দ্বিতীয় দিনে আমরা আড়াইহাজারের রাজপথে আছি। এখানে কর্মসূচির পর জানতে পেরেছি আমার বাড়িতে পুলিশ পাহারায় ভাঙচুর করেছে আওয়ামী লীগ। এসব করে আমাদের রাজপথ থেকে দূরে রাখা যাবে না।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বাংলানিউজকে জানান, পুলিশ তার বাড়িতে যায়নি। এসব মিথ্যা কথা রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য। তারা রূপগঞ্জের আধুরিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বলে শুনেছি আর সেটি আড়াইহাজার সীমানার বাইরে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।