জেল হত্যা দিবস উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী ফারজানা রাব্বী বুবলী।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৩
এইচএ/