ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আমতলীতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
আমতলীতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা

বরগুনা: বিএনপির দ্বিতীয় দফায় ডাকা দু’দিনের অবরোধ কমসূচির প্রথমদিনে বরগুনার আমতলীতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ পালনের চেষ্টা করেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পরে পালিয়ে যান তারা।

রোববার (৫ নভেম্বর) বিকেলে পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে এ অবরোধ কমসূচি পালনের চেষ্টা করেন তারা। এ সময় মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছু সময়ে মধ্যে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মহাসড়ক ছেড়ে চলে যান অবরোধকারীরা।  

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাকাওয়াত হোসেন তপু বলেন, ওই আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধকারীরা যান চলাচলে বিঘ্ন সৃষ্টির চেষ্টা চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অবরোধকারীরা সড়ক ছেড়ে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।