ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনীতে বিএনপি-জামায়াতের অবরোধে যুবলীগের মোটরসাইকেল মহড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
ফেনীতে বিএনপি-জামায়াতের অবরোধে যুবলীগের মোটরসাইকেল মহড়া

ফেনী: বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় অবরোধের শেষ দিনে ফেনীতে মোটরসাইকেল মহড়া করেছে যুবলীগের নেতাকর্মীরা।

সোমবার (০৬ নভেম্বর) বিকেলে শহরের প্রধান সড়কগুলোয় প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে অবরোধ বিরোধী শোডাউন করে তারা।

এ সময় তাদের শোরগোল ও সবকয়টি মোটরসাইকেলের হর্নের শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। এরমধ্যে কয়েকজনের কাছে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, বিরোধীদল কর্মসূচি দিয়েছে। জনদুর্ভোগের দোহাই দিয়ে পুলিশ তাদের রাস্তায় নামতে দিচ্ছে না। অথচ, সরকারি দলের যুব সংগঠনের নেতাকর্মীরা পুরো সড়ক দখল করে মোটরসাইকেল মহড়া দিলেও পুলিশ তা দেখেও কিছু বলছে না।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা পুলিশ ও সরকারি দলের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
এসএইচডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।