ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বৃহস্পতিবার বৈঠকে বসছে আওয়ামী লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
বৃহস্পতিবার বৈঠকে বসছে আওয়ামী লীগ

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে। এ নির্বাচন পরিচালনায় উপকমিটি গঠনসহ নানা সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে বৈঠকে বসছে আওয়ামী লীগ।

এ বৈঠকে তফসিল পরবর্তী দলীয় কর্মসূচি, বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণের পথ নির্ধারণসহ আরও একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (৭ নভেম্বর) রাতে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান জানান, ‘৯ তারিখ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে কার্যনির্বাহী বৈঠক হবে। ’

বৈঠকের বিষয়ে জানতে চাইলে সায়েম বলেন, ‘নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন, আগামী দিনে দলীয় কর্মসূচি এজেন্ডায় আছে। আরও বিভিন্ন বিষয় নিয়ে জননেত্রী শেখ হাসিনা দিক নির্দেশনা দেবেন। ’

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের চোরা গুপ্ত নাশকতামূলক রাজনীতি,  গণতন্ত্র ও সংবিধানিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের যে রাজনীতি, তাদেরকে রুখে দেওয়া, মোকাবিলা করা এবং তৃণমূল মানুষের অর্থনীতির সংকট বাড়ানোর যে অপরাজনীতি, সেই অবস্থায় কি কৌশল, কি পদ্ধতিতে দেশের মানুষকে রক্ষা করা যাবে সেই বিষয়ে আলোচনা হবে। দেশের গণতন্ত্র ও আগামী নির্বাচন সব মিলিয়ে এ বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ। সেদিন নির্বাচনের মূল কমিটি হবে ও উপকমিটি হবে। এগুলো বৈঠকের এজেন্ডার ভেতরেই আছে। ’

এর আগে গত ১২ আগস্ট আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়েছিল।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এনবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।