ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

রূপসায় বাসে আগুন: বিএনপির ২৫ নেতাকর্মীর নামে মামলা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
রূপসায় বাসে আগুন: বিএনপির ২৫ নেতাকর্মীর নামে মামলা 

খুলনা: খুলনার রূপসা উপজেলায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপির সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পীসহ ২৫ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) রূপসা থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন বাংলানিউজকে বলেন, বাস পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে। জড়িত সন্দেহে এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে  রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের তালিমপুর ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে মায়ের আসল নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।