রূপগঞ্জ: ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া।
সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ নেতা খন্দকার আবুল বাশার টুকু, উপজেলা আওয়ামী লীগ নেতা কামাল হোসেন কমল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল হক খোকন।
এ সময় বক্তারা বলেন, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ তার পরিবারকে হত্যার পর তৎকালীন কিছু সেনা সদস্য ক্ষমতা দখলের জন্য বেপরোয়া হয়ে ওঠেন। ৭ নভেম্বর তারা হত্যা করেন অনেক সেনা সদস্যকে। তাই খুনী ও তার দোসরদের কোনোভাবেই রাষ্ট্রক্ষমতায় আনা যাবে না।
পরে নিহত মুক্তিযোদ্ধা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনসহ তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
নিউজ ডেস্ক