ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ভোলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
ভোলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আটক

ভোলা: নাশকতার আশঙ্কায় ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে জেলা সদর থেকে তাকে আটক করা হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, অবরোধের সমর্থনে একদিন দিন আগেই মঙ্গলবার ঝটিকা মিছিল করেছে বিএনপি। তবে এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি পুলিশের টহল আরও জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।