পিরোজপুর: পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব মো. অহিদুজ্জামান লাভলু গাজী আটক হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে ঢাকার বেলি রোড এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
আটক বিএনপি নেতা লাভলু গাজীর স্ত্রী জেলা মহিলা দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি তামান্না জামান জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার বেলি রোডের বাসার সামনে ঘুরতে বের হন লাভলু গাজী। এ সময় সেখান থেকে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে তার স্বামীকে আটক করে তুলে নিয়ে যাওয়া হয়। তবে কোথায় নেওয়া হয়েছে বা তিনি এখন কোথায় আছেন তা পরিবারের কাউকে জানানো হয়নি।
মো. অহিদুজ্জামান লাভলু গাজী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের ছোট ভাই।
বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৩
এসআরএস