ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দুর্গাপুরে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
দুর্গাপুরে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে বিস্ফোরক মামলায় বিএনপির তিনজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (৮ নভেম্বর) দুপুরের দিকে দুর্গাপুর পৌরসভা শহরের সাব-রেজিস্টার কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবুচাঁন, দুর্গাপুর পৌর বিএনপির সদস্য সচিব মো. হারেজ গণি, বাকলজোড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম।  

পুলিশ জানায়, ২০২২ সালের ডিসেম্বর মাসে দুর্গাপুর থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় বুধবার দুপুরে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে বিএনপির নেতাদের দাবি, তাদের এক দফা দাবির আন্দোলন দমনের উদ্দেশে বিএনপির নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে।  

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান বলেন, দেশে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে, আদালত প্রাঙ্গণেও বিএনপির লোকজন নিরাপদ না। আইনকে শ্রদ্ধা জানিয়ে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নেতারা আদালতে গিয়েছিলেন হাজিরা দেওয়া জন্য। পরে হাজিরা দিয়ে বের হলে পথে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানানোসহ তাদের মুক্তি দাবি জানাই।

এ ব্যাপারে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নূরুল আলম জানান, বিস্ফোরক মামলায় বিএনপির ওই তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।