ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিস্কুটবোঝাই কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ    

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
বরিশালে বিস্কুটবোঝাই কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ
 

 

বরিশাল: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতার মধ্যেই বরিশালের গৌরনদীতে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
 
চলমান আন্দোলনের অংশ হিসেবে তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন বুধবার (০৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।


 
কাভার্ডভ্যানের চালক সিরাজুল ইসলাম বলেন, বরিশাল বিসিক থেকে বিস্কুট নিয়ে মৌলভীবাজার যাচ্ছিলাম। পথে বাটাজোর এলে কয়েকজন লোক গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরপর তিনজন পেট্রোল দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
 
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, আগুনে কাভার্ডভ্যানের সামনে অংশ পুড়ে গেছে। তবে বিস্কুটের কোনো ক্ষতি হয়নি।
 
বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
এমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।