ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নওগাঁয় ছাত্রলীগের অবরোধবিরোধী মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
নওগাঁয় ছাত্রলীগের অবরোধবিরোধী মিছিল

নওগাঁ: বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের নামে সারাদেশে সন্ত্রাস ও সহিংস তাণ্ডবের প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে নওগাঁ সরকারি কলেজ চত্বর থেকে জেলা ছাত্রলীগের উদ্যোগ বিক্ষোভ মিছিল বের হয়।

পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউলসহ জেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল বলেন, বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ দেশ বিরোধী। তা প্রতিহত করতে ছাত্রলীগ নেতাকর্মীদের রাজপথে ছিল, আছে এবং থাকবে। তাদের সহিংস কার্যক্রম রোধ করতে ছাত্রলীগ সবসময় মাঠে রয়েছে। কেউ যদি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নষ্ট করতে আসে এবং গাড়ি চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে বলে।

জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী বলেন, বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য অবরোধ-হরতালের মতো সহিংস কর্মসূচি দিয়েছে। তারা হিংস্রতার প্রতীক হিসেবে বিভিন্ন যাত্রীবাহী বাসে আগুন দিচ্ছে। এতে করে দেশের অগ্রগতি যেমনিভাবে বাধাগ্রস্ত হচ্ছে তেমনি সাধারণ মানুষজনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনোভাবেই বিএনপি-জামায়াতের অপশক্তিকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।