ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকলেও নির্বাচন হবে: মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকলেও নির্বাচন হবে: মেনন

ঢাকা: দেশি-বিদেশি যে ষড়যন্ত্রই থাকুক নির্বাচন হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাতকারের পর নির্বাচন সংক্রান্ত এক ব্রিফিং তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচন নিয়ে দেশি-বিদেশি যে ষড়যন্ত্রই থাকুক নির্বাচন হবে। তাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের প্রতিনিধি বাছাই করবে।

আন্দোলনরত বিএনপি-জামাতের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণকে সম্পৃক্ত করতে না পারায় তাদের আন্দোলনের বেলুন চুপসে গেছে।

তিনি বিএনপি-জামাতকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রতি আস্থা থাকলে নির্বাচনের মাঠেই তা যাচাই হবে।

রাশেদ খান মেননের সভাপতিত্বে সাক্ষাতকার সভায় উপস্থিত ছিলেন কমরেড আনিসুর রহমান, কামরুল আহসান, আলী আহমেদ এনামুল হক এমরান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
আরকেআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।