ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগকে তাদের পুরোনো জায়গায় ফিরে যেতে হবে: রুহুল এমপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
ছাত্রলীগকে তাদের পুরোনো জায়গায় ফিরে যেতে হবে: রুহুল এমপি

চাঁদপুর: চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, আগের ছাত্রলীগ আর এখনকার ছাত্রলীগের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমাদের সময় ছাত্রলীগকে মানুষ মর্যাদা দিত।

ছাত্রলীগকে তাদের পুরোনো জায়গায় ফিরে যেতে হবে। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হতে হবে ছাত্রলীগকে। আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা প্রশংসনীয়।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারা দেশে বিএনপি-জামায়াতের হরতাল নৈরাজ্য, অবরোধ এবং অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় নুরুল আমিন রুহুল বলেন, আগুনসন্ত্রাসীদের সঙ্গে জনগণ নেই। তারা কখনই দেশের জনগণের মঙ্গল চায় না। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াতের কোনো ধরনের ষড়যন্ত্রই কাজ হবে না। জনগণ উন্নয়নের প্রতীক নৌকাকেই আগামীতে বিজয়ী করবে। যে কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।  

সভায় প্রধান বক্তার বক্তব্য দেন-চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শরীফুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর নবী খান ও যুগ্ম আহ্বায়ক মাশরুল খান তামিমের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য দেন- জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু হায়াৎ সিহাব, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আহাম্মদ পান্না, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোরসালিন মোহাম্মদ মহসিন, সদস্য গোলাম কিবরীয়া টিটু, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সজীব হোসেন, শরীফ আহমেদ, হাসান ও দেওয়ান সাকিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।