বরগুনা: নাগরিক নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়নের সুষম বন্টন, আইনের শাসন, দুর্নীতি প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি একটি দেশের উন্নয়নের জন্য খুবই জরুরি। আর এগুলো বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক সহাবস্থান থাকতে হবে।
শনিবার(১১ নভেম্বর) বরগুনার আরডিএফ টাওয়ারে রাজনৈতিক সহাবস্থান বিষয়ক এক সেমিনারে বক্তারা একথা বলেন।
ইউএসএআইডির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বরগুনার সামাজিক, সাংস্কৃতি ও গণমাধ্যমসহ নানা শ্রেণী পেশার ৪৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম বরগুনার সভাপতি চিত্তরঞ্জন শীলের সভাপতিত্বে সেমিনারটি পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু। এছাড়াও সুজনের সাবেক সভাপতি আব্দুর রব ফকির, জেলা মহিলা পরিষদের সভানেত্রী নাজমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এমএম