ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাশকতার মামলায় নওগাঁ জেলা যুবদল নেতা গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
নাশকতার মামলায় নওগাঁ জেলা যুবদল নেতা গ্রেপ্তার 

ঢাকা: নাশকতা ও ককটেল বিস্ফোরণ মামলার প্রধান পলাতক আসামি নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন ওরফে মুক্তার (৪০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।  

শনিবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর খিলক্ষেতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব-১ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, সে নওগাঁ জেলায় নাশকতা ও ককটেল বিস্ফোরণ মামলার প্রধান আসামি। মামলা দায়েরের পর থেকে সে রাজধানীতে আত্মগোপন করে ছিল। পরে অভিযান চালিয়ে খিলক্ষেত এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এসজেএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।