ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

অসুস্থ নেতাকে দেখতে হাসপাতালে গেলেন জি এম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
অসুস্থ নেতাকে দেখতে হাসপাতালে গেলেন  জি এম কাদের

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান অসুস্থ শফিউল্লাহ শফিকে হাসপাতালে দেখতে গেছেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

রোববার (১২ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় পার্টির নেতা শফিকে দেখতে যান পার্টির চেয়ারম্যান।

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান অসুস্থ শফিউল্লাহ শফির শারীরিক খোঁজ খবর নেন ও কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার ব্যাপারে কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।