ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সুনামগঞ্জে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
সুনামগঞ্জে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার ছবি: প্রতীকী

সিলেট: সুনামগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) ভোরে নাশকতার অভিযোগে তাহিরপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন- তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মৃত ছবর আলী শাহের ছেলে বিএনপি নেতা আমির শাহ (৪৫), একই গ্রামের শেখ খসরু মিয়ার ছেলে বিএনপি নেতা ডা. শেখ এস কে শফিকুল ইসলাম (৪০), শ্রীপুর উত্তর ইউনিয়নের রঙ্গাচড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হোসেন (৪০), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত হাসান রাব্বি (২২), কলাগাঁও গ্রামের মৃত এলাহি বকর ফকিরের ছেলে জামায়াত নেতা আল আমিন (৩২) ও একই গ্রামের সিরাজ খন্দকারের ছেলে জামায়াত নেতা মাহমুদউল্লাহ (৪০)।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, নাশকতার অভিযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।