ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদের কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদের কমিটি গঠন

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় সমাজতান্ত্রিক দলে (জাসদ) দলীয় মনোনয়ন বোর্ড, নির্বাচন পরিচালনা কমিটি, নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা থেকে এসব কমিটি গঠন করা হয়।

জাসদের দলীয় মনোনয়নপ্রত্যাশীরা আগামী ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত পাঁচ হাজার টাকা ফি দিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বা অনলাইনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। ২৩ নভেম্বর জাসদ মনোনীত দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।

হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- শিরীন আখতার, অ্যাডভোকেট রবিউল আলম, মোশাররফ হোসেন, অধ্যাপক ড. ম. আনোয়ার হোসেন, আফরোজা হক রীনা, মীর হোসাইন আখতার, রেজাউল করিম তানসেন, নুরুল আকতার, মোখলেছুর রহমান মুক্তাদির, আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নাইমুল আহসান জুয়েল, মোহাম্মদ মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।