ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনাকে শতবার ফাঁসি দিলেও প্রাপ্য বিচার হবে না: রাশেদ প্রধান 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
শেখ হাসিনাকে শতবার ফাঁসি দিলেও প্রাপ্য বিচার হবে না: রাশেদ প্রধান 

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থান নয়! জন্ম লগ্ন থেকেই আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে। ক্ষমতার মসনদ ধরে রাখার জন্য এবং বাংলাদেশকে ভারতের করদ রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার জন্য শেখ হাসিনা বারবার হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছে।

তাই শেখ হাসিনাকে শতবার ফাঁসি দিলেও প্রাপ্য বিচার হবে না।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে যুব জাগপা আয়োজিত পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে ৫ জানুয়ারি ২০১৪ গণতন্ত্র হত্যা দিবস এবং ভোটাধিকার রক্ষার লড়াইয়ে যুব জাগপা নেতা শহীদ মাসুদ রায়হানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

রাশেদ প্রধান বলেন, ২০১৪ সালে এই দিনের ভোটারবিহীন নির্বাচন, ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়ে রচিত হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে দেশের জনগণের মত প্রকাশের অধিকার, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ১৫৪টি আসনে কোনও ভোট হয়নি। বাকি আসনে কিছু কুকুর ছিল, ভোটার ছিল না। সেদিন দিনাজপুরে যুব জাগপা নেতা শহীদ মাসুদ রায়হান আজকের শহীদ আবু সাঈদের মতোই দুহাত প্রসারিত করে দিয়েছিল গণতন্ত্র রক্ষা করার জন্য। ২০১৪ তে মাসুদ রায়হানর যেই যুদ্ধ শুরু করেছিল, ২০২৪ এ এসে আবু সাইদরা সেই যুদ্ধ শেষ করেছে। ১০ বছরে অসংখ্য শহীদের হত্যার বিচার করতে হবে, আমাদের দায় মুক্ত হতে হবে।  

যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভি, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, সহসাংগঠনিক সম্পাদক আদিবা খানম, দপ্তর সম্পাদক মাহবুব আলম, যুব জাগপার মানোয়ার হোসেন, পাবেল আহমেদ, রাকিব হোসেন ও ছাত্রনেতা আল আমিন শুভ।  

সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম বাবলু বলেন, দেশের জন্য তরুণদের সকল আন্দোলনে আত্মত্যাগ ইমানের পরীক্ষা। যুব জাগপা সব সময় এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। প্রয়োজন হলে সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় আরেকটি সংগ্রাম হবে আমাদের চূড়ান্ত বিজয়।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
টিএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।