ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ. লীগের মনোনয়ন ফরম কিনলেন রাষ্ট্রপতির ছেলে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
আ. লীগের মনোনয়ন ফরম কিনলেন রাষ্ট্রপতির ছেলে

ঢাকা: পাবনা-৫ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে ও আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ আরশাদ আদনান।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির রাজশাহী বিভাগীয় টিমের সদস্য মো. ওয়ালিউর রহমান বুলেট গণমাধ্যমকে এ তথ্য জানান।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ৫০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এমইউএম/এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।