ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালের সমর্থনে ঢাকা-সিলেট মহাসড়কে যুবদলের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
হরতালের সমর্থনে ঢাকা-সিলেট মহাসড়কে যুবদলের মিছিল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে ঢাকা-সিলেট মহাসড়কে মিছিল ও সড়কে অগ্নিসংযোগ করেছে জেলা যুবদলের নেতা-কর্মীরা।  

সোমবার (২০ নভেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজারের বান্টি এলাকায় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে নেতা-কর্মীরা এ মিছিল করেন।

 

মিছিল থেকে তফসিল প্রত্যাখ্যান, সরকারের পদত্যাগ দাবি ও হরতালের সমর্থনে নানা স্লোগান দেন নেতা-কর্মীরা। এসময় আড়াইহাজার থানা যুবদল ও জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  

মশিউর রহমান রনি বলেন, আমরা হরতালের সমর্থনে মিছিল করেছি। শান্তিপূর্ণ সব কর্মসূচিতেগুলোতে আমাদের নিয়মিত কার্যক্রম চলছে। আমাদের দাবি জনগণের দাবি, আর তা অবশ্যই পূরণ করেই আমরা ঘরে ফিরে যাব।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, এ রকম কোনো মিছিলের তথ্য জানা নেই।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।