ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

আগৈলঝাড়ায় নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
আগৈলঝাড়ায় নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নাশকতার মামলায় বিএনপি নেতা লুৎফর ভাট্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে তাকে বরিশালের আদালতে পাঠানো হয়েছে।

লুৎফর উপজেলার দক্ষিণ বাগধা গ্রামের মোহাম্মদ ভাট্টির ছেলে ও বাগধা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, গত বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাগধা ইউনিয়নের মঠবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ২ নভেম্বর বিএনপির ডাকা হরতাল ও অবরোধের প্রতিবাদে উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট পশ্চিমপাড় বন্দরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আওয়ামী লীগের সমাবেশ শেষে নেতা-কর্মীরা উপজেলা সদরে ফেরার পথে পয়সারহাট ব্রিজের পূর্বপাড়ে পৌঁছালে বিএনপির নেতা-কর্মীরা মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জনগণের চলাচল ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ককটেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও দুটি ককটেল উদ্ধার করে।

এ ঘটনায় বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম পাইক বাদী হয়ে বিএনপি, যুবদল, ছাত্রদলের ২৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে ওই রাতেই মামলা দায়ের করেন।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।