ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

জনগণের সম্পদের দখল নিতে নির্বাচন করতে চায় সরকার: সুব্রত চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
জনগণের সম্পদের দখল নিতে নির্বাচন করতে চায় সরকার: সুব্রত চৌধুরী

ঢাকা: শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের ৪৮ ঘন্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ সফল করতে রবিবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে শুরু করে পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অবরোধের সমর্থনে মিছিল করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন- দেশের সম্পদ লুটপাট করে উচ্ছিষ্ট জনগণের জন্য রেখেছে দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার। আগামী ৭ জানুয়ারি জনগণের সম্পদের দখল নিতে তথাকথিত নির্বাচন করতে চায় দখলবাজ সরকার। বিচার বিভাগকে কুক্ষিগত করে ক্ষমতাসীন সরকার বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা গয়েবি মামলা করে জেলে পাঠিয়ে ফরমায়েশি রায়ের মাধ্যমে কারাদণ্ড দিচ্ছে। কারণ তারা যাতে নির্বাচনে অযোগ্য হয়। কিসের নির্বাচন! হাসিনামার্কা নির্বাচনে বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করবে না, ভোটও দিবে না।

বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী বলেন- বাংলাদেশের মাটিতে শেখ হাসিনাকে আর ভোটাধিকার হরণ করার নির্বাচন করতে দিবে না জনগণ। দেশের জনগণ ৭ জানুয়ারির নির্বাচন বয়কট করেছে এবং একমাত্র দাবি তুলেছে ক্ষমতাসীন সরকারের পদত্যাগ চাই।

আরও বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, গণফোরাম তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু। সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন গণফোরাম ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ সানজিদ রহমান শুভ।

উপস্থিত ছিলেন গণফোরাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ইমাম হোসেন সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। বাংলাদেশ পিপলস পার্টির প্রেসিডিয়াম মেম্বার আতিকুর রহমান লিটন, হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান রানী শেখ, খাদিজা বেগম, দপ্তর সম্পাদক আনোয়ার মল্লিক সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
এমকে/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।