বগুড়া: বগুড়া জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাতে শহরের সূত্রাপুর ঈদগাহ মাঠ এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, যুবলীগ নেতা আলহাজ শেখের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
তার নামে জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় হত্যাসহ ২০টি মামলা হয়। এছাড়া তার নামে আগেরও মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
এসআই