ঢাকা: বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম চীনের রাজধানী বেইজিংয়ে উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন।
রোববার (২৬ নভেম্বর) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা করেন।
কমরেড মোহাম্মদ শাহ আলম বেইজিং এ অনুষ্ঠিতব্য সমাজতন্ত্র ফোরামের একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীন সফর গেছেন। তিনি ২৭ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত বেইজিংসহ চীনের বিভিন্ন শহরে বেশ কয়েকটি সেমিনার ও আলোচনা সভায় বক্তব্য দেবেন। সফরকালে তিনি চীনের কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সভায় মিলিত হবেন।
এ সফরে শাহ আলম চীনের শ্যানডং বিশ্ববিদ্যালয় এবং শচো বিশ্ববিদ্যালয়ে দুটি পৃথক সেমিনারে সমসাময়িক বিশ্ব রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য দেবেন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
আরকেআর/এসআইএ