খুলনা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে খুলনা জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদের কাছ থেকে এস এম কামাল হোসেনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ নেতা সাবেক ভিপি ফয়জুল ইসলাম টিটো ও মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সোহেল বিশ্বাস।
গত রোববার (২৬ নভেম্বর) ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৮টি আসনে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ। এর মধ্যে খুলনা-৩ আসনে দলের প্রার্থী হিসেবে এস এম কামাল হোসেনের নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এমআরএম/এইচএ/