ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটের ১৯ আসন: ১৫টিতে প্রার্থী দিল জাপা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
সিলেটের ১৯ আসন: ১৫টিতে প্রার্থী দিল জাপা

সিলেট: বিগত দিন সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকা জাতীয় পার্টি এবার ২৮৯ আসনে প্রার্থী দিয়েছে। সেই সঙ্গে সিলেটের ছয়টিসহ বিভাগের ১৫টি সংসদীয় আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে।

 

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এরমধ্যে সিলেট-১ আসনে নজরুল ইসলাম বাবুল, সিলেট-২ আসনে মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট-৩ আসনে আতিকুর রহমান আতিক, সিলেট-৪ আসনে এটি এম তাজ রহমান, সিলেট-৫ আসনে সাব্বির আহমদ ও সিলেট-৬ আসনে জাতীয় সংসদের সাবেক হুইপ মোহাম্মদ সেলিম উদ্দিন।

সুনামগঞ্জ-১ আসনে মো. আব্দুল মান্নান তালুকদার, সুনামগঞ্জ-৪ আসনে পীর ফজলুর রহমান মিজবাহ, সুনামগঞ্জ-৫ আসনে নাজমুল হুদা হিমেল।

মৌলভীবাজার-১ আসনে আহম্মদ রিয়াজ উদ্দিন, মৌলভীবাজার-২ আব্দুল মালিক, মৌলভীবাজার-৩ রুহুল আমিন।

হবিগঞ্জে জাপার মনোনয়ন প্রাপ্তরা হলেন হবিগঞ্জ-১ এম.এ. মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-৩ আব্দুল মুমিন চৌধুরী, হবিগঞ্জ-৪ আহাদ উদ্দিন চৌধুরী শাহীন।

বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এনইউ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।