ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিসে ককটেল ছোঁড়ার ঘটনায় ২ যুবদল কর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিসে ককটেল ছোঁড়ার ঘটনায় ২ যুবদল কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিসের সীমানা প্রাচীরে ককটেল নিক্ষেপের ঘটনায় যুবদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (২৯ নভেম্বর) জেলা শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর মহল্লার তুফান আলী ও মাঝপাড়ার আলী হোসেন। গ্রেফতারকৃতরা যুবদলের কর্মী বলে জানায় সদর থানা পুলিশ।

পুলিশ আরও জানায়, হামলার ঘটনায় জেলা নির্বাচন অফিসের স্টোর কিপার মো. হাসনাত আলী বাদী হয়ে থানায় মামলা করেন। এজহারে অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। গ্রেপ্তার দুই যুবদল কর্মীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত- গত মঙ্গলবার রাতে নির্বাচন অফিসের পেছন দিকের সীমানা প্রাচীরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটনায়। এ ঘটনার পর থেকেই নির্বাচন অফিসের এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
টিআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।