ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালের সমর্থনে ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
হরতালের সমর্থনে ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিল

ফেনী: তফসিল বাতিল ও একদফা দাবি আদায়ে হরতালের সমর্থনে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।  

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

এসময় তারা হরতালের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মিছিলে নেতৃত্ব দেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন, কৃষকদলের নেতা মীর মোশারফ হোসেন রিয়াদ, জেলা ছাত্রদলের সদস্য মেজবাহ মিয়াজি, ফেনী কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।