ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

না. গঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব রশু মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
না. গঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব রশু মারা গেছেন ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব রশিদুর রহমান রশু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ইসলাম হার্ট সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রশু নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের ভাগনে।

তার মৃত্যুতে জেলা ও মহানগর বিএনপি ও কৃষক দল গভীর শোক প্রকাশ করেছে। এর আগে বেশ দীর্ঘদিন ধরে গ্রেপ্তার আতঙ্কে বাড়িছাড়া ছিলেন রশু।

কাউন্সিলর খোরশেদের সচিব আলী সাবাব টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।