ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে মহানগর আ.লীগ সভাপতির অপসারণ চেয়ে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
বরিশালে মহানগর আ.লীগ সভাপতির অপসারণ চেয়ে বিক্ষোভ

বরিশাল: শান্তি সমাবেশে নির্বাচন ও ভোট ব্যবস্থা নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যানের সকল পদ থেকে অপসারণসহ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে।

মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনে ব্যানারে শনিবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর সদর রোড কেন্দ্রীয় শহিদ মিনারে এ বিক্ষোভ-সমাবেশ হয়।

গত ২৮ নভেম্বর বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মহানগর আওয়ামী লীগের আয়োজনে বিএনপি জামায়াতের অবরোধ, হরতাল, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করা হয়। সমাবেশের বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জলা পরিষদ চেয়ারম্যান অ‌্যাড‌ভো‌কেট একেএম জাহাঙ্গীরের বক্তব্যে নিয়ে বরিশালে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এর প্রতিবাদে এ বিক্ষোভ-সমাবেশ করা হয়।

এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠসহ-সভাপতি অ‌্যাড‌ভো‌কেট আফজালুল করিম।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অ‌্যাড‌ভো‌কেট লস্কর নুরুল হক, বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, কাউন্সিলর সাহিন সিকদার, জিয়াউর রহমান বিপ্লব, এনামুল হক বাহার, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীমউদ্দীন ও সাধারণ সম্পাদক অসীম দেওয়ান প্রমুখ।

বক্তারা অ‌্যাড‌ভো‌কেট জাহাঙ্গীরের বক্তব্যের তীব্র সমালোচনা করে তার অপসারনসহ মহানগর আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়ার দাবি জানান। এছাড়াও সিটি মেয়র সেরনিয়াবাত আবুল খায়ের আব্দুল্লাহকে সভাপতি করে মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণার দাবি জানানো হয়।

আগামী সংসদ নির্বাচনের পূর্বে এ কমিটি ভেঙে দেওয়া না হলে বরিশাল সদর আসনে নৌকার প্রার্থীর নির্বাচনে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করেন বক্তারা।

বিক্ষোভ সমাবেশ শেষে মহানগর আওয়ামী লীগের সভাপতি কেএম জাহাঙ্গীরের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে মিছিল শেষ হয়।

এ বিষয়ে মহানগর আওয়ামী লীগ নেতা অ‌্যাড‌ভো‌কেট লস্কর নুরুল হক বলেন, তিনি (কেএম জাহাঙ্গীর) আওয়ামী লীগের একটি দায়িত্বশীল পদে রয়েছেন। এছাড়াও তিনি জেলা পরিষদের চেয়ারম্যান। তার মতো একজনের এ ধরনের বক্তব্যে দেওয়া ঠিক হয়নি। দলীয় প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। আমরা কেন্দ্রের দিকে তাকিয়ে আছি, তারা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেন।

আরও পড়ুন >> ‘প্রশাসন ব্যবহার করে বাক্স ভরার সুযোগ নেই’

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ডি‌সেম্বর ০২, ২০২৩
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।