ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

রাজনীতি

অবরোধের সমর্থনে ফেনী-নোয়াখালী মহাসড়কে যুবদলের বিক্ষোভ মিছিল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, ডিসেম্বর ৩, ২০২৩
অবরোধের সমর্থনে ফেনী-নোয়াখালী মহাসড়কে যুবদলের বিক্ষোভ মিছিল 

ফেনী: বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে ফেনী-নোয়াখালী মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে ফেনী জেলা যুবদলের নেতা-কর্মীরা।

রোববার (৩ ডিসেম্বর) সকালে সরকার পদত্যাগের একদফা দাবিসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে অবরোধ সফল করার লক্ষ্যে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল হক রিপনের সার্বিক সহযোগিতায় ফেনী জেলা যুবদলের সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া হুদনের নেতৃত্বে ফেনী-নোয়াখালী মহাসড়কে বিক্ষোভ মিছিলে অবরোধের সমর্থনে নানা স্লোগান দেওয়া হয়।

 

মিছিলে জেলা-উপজেলাসহ যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।