ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

যুবদলের মিছিলে ককটেল হামলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
যুবদলের মিছিলে ককটেল হামলার অভিযোগ

বরিশাল: অবরোধের সমর্থনে বের হওয়া যুবদলের বিক্ষোভ মিছিলে ককটেল হামলার অভিযোগ করেছে সংগঠনটির নেতারা।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে নগরীর নূরিয়া স্কুলের সামনে বাংলাবাজার রোডে দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে এ ঘটনা ঘটে।

এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আওয়ামী লীগের দুর্বৃত্তরা হামলাটি চালিয়েছে বলে অভিযোগ করেছেন বরিশালের কেন্দ্রীয় যুবদলের বরিশাল বিভাগীয় সহসভাপতি এইচএম তসলিম উদ্দিন।

তসলিমের অভিযোগ, তাদের মিছিলটি নগরীর আমতলা থেকে শুরু হয়ে জিলা স্কুল মোড়ের দিকে যাচ্ছিল। নূরিয়া স্কুলের সামনের সড়কে পৌঁছালে মিছিলের পেছনের দিকে ককটেল হামলা চালানো হয়। তিনটি ককটেল বিস্ফোরণ করানো হয়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশ্ন করলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আমরা এমন কোনো খবর পাইনি।

এর আগে সকালে অবরোধ সমর্থনে বিক্ষোভ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সভাপতি মাহফুজুর রহমান মিঠুর নেতৃত্বে বান্দ রোডে মিছিল হয়। দুপুর ২টার দিকে বিএম কলেজ রোডে মহানগর শ্রমিক দলের নেতাকর্মীরা; দুপুর ৩টায় বগুড়া রোডে মহানগর যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।